আসানসোল বাজার এলাকায় ৪ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন, কাজের উদ্বোধনে চেয়ারম্যান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বস্তিন বাজার ও বাকর আলি লেনের মধ্যে একটি নতুন ড্রেন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে সেই কাজের উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান তথা ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমরনাথ চট্টোপাধ্যায় । ৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি মুকেশ শর্মা, বিমল জালান ছাড়াও এই ওয়ার্ডের সকল তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন।




এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগম কতৃপক্ষ বর্ষাকালে পুরনিগমের কোন ওয়ার্ডে জল জমে না থাকে, তার চেষ্টা করছে। আসানসোল বাজার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসানসোল বাজার এলাকার মানুষের কাছে মুল বিষয় হল এখানকার নাগরিক সুযোগ-সুবিধাগুলি যেন উন্নত মানের হয়। এই কারণেই এখানে এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হচ্ছে। তিনি আরো বলেন, এই ড্রেন নির্মাণে প্রায় চার লক্ষ টাকারও বেশি খরচ হবে। আসানসোল পুরনিগম কতৃপক্ষ এই অর্থ ব্যয় করেছে। এই কাজে যদি আরও অর্থের প্রয়োজন হয়, তাহলে তাও দেওয়া হবে। তবে তিনি চান এখানকার মানুষ যেন সর্বোত্তম নাগরিক সুবিধা পান।
তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে জিটি রোডের উপরের ড্রেনটি নতুন করে তৈরি করা হয়েছে। এক কোটি টাকা ব্যয়ে এই কাজ করা হয়েছে। এখন এখানেও এই কাজ করা হচ্ছে যাতে কোথাও জল জমে না থাকে। পুর চেয়ারম্যান বলেন আসানসোল পুরনিগম থেকে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে তারা যেখানে সেখানে আবর্জনা না ফেলে। বাজার এলাকার মানুষও বেশ সচেতন হয়েছেন। বাজার এলাকায় জায়গার অভাব থাকায় এখানে স্থায়ী ডাস্টবিন তৈরি করা যায় না। তবে আসানসোল পুরনিগম থেকে আবর্জনা তোলার জন্য গাড়ি নিয়মিত আসে। সব আবর্জনা তুলে নেওয়া হয় যাতে কোথাও আবর্জনার স্তূপ না থাকে এবং জল জমে যাওয়ার মতো পরিস্থিতি না হয়।