রূপনারায়ণপুরে প্রকাশ্য দিবালোকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দিনদুপুরে বাইক চুরি,হতবাক স্বাস্থ্যকর্মী ঘটনাটি ঘটেছে ২৪শে এপ্রিল সকাল সাড়ে আটটা নাগাদ,সালনপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত স্টেশন রোডের নান্দনিক হলের কাছে এক বাড়ির সামনে থেকে ।এত জনসমাগম এর মধ্যে দিয়ে
দুষ্কৃতীরা স্থানীয় স্বাস্থ্যকর্মী সুজিত চন্দ্র মাজির বাইকটি নিয়ে নিমেষে হাওয়া হয়ে যায়। যা তিনি এ ঘটনায় রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সুজিতবাবু জানান, তিনি তার মেডিকেয়ার ফার্মেসির সামনে হিরো সুপার স্প্লেন্ডার (কালো, নম্বর ডব্লু বি ৩৮এজে ৮৩৯৫) রেখে সংক্ষিপ্ত কাজে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন বাইকটি গায়েব। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা পোশাক ও মাথায় টুপি পরা এক ব্যক্তি বাইকটি নিয়ে চম্পট দিচ্ছেন। বাইকটিতে চাবি লাগানো থাকলেও, ব্যস্ত রাস্তায় এমন নির্লজ্জ চুরির ঘটনায় সুজিতবাবু স্তম্ভিত। তিনি বলেন, “এত জনবহুল এলাকায়, নাকের ডগায় এমন ঘটনা অকল্পনীয়।”




রূপনারায়ণপুর স্টেশন রোড এলাকা সবসময়ই সরগরম। কাছেই ঝাড়খন্ড সীমান্ত, রেলস্টেশন,আসানসোল-চিত্তরঞ্জন সড়ক, ব্যাংক, কালী মন্দির, বাস স্টপ ও দোকানপাটের ভিড়ে এলাকাটি জমজমাট। এমন জায়গায় দিনের আলোয় চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মনে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সুজিত বাবুকে আশ্বাস দিয়েছে।সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।