আসানসোলে থানায় বিক্ষোভ, স্মারকলিপি, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব টিএমসিপি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল উত্তর থানায় শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার বিধানসভার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভারত বিরোধী স্লোগানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এদিনের বিক্ষোভ আন্দোলন থেকে। এদিন
বিপুল সংখ্যায় টিএমসিপি কর্মী ও সমর্থক মিছিল করে আসানসোল উত্তর থানায় পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন।




টিএমসিপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে ভারতকে অপমান করেছেন। তিনি হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এদিন তার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় স্মারকলিপি দিয়েছি। তিনি আরো বলেন, রাজ্য বিরোধী দলনেতার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। না, হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।