বার্নপুরে ভর সন্ধ্যায় গুলিবিদ্ধ জমি কারবারি, তদন্তে পুলিশ, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে ভরসন্ধ্যায় চললো গুলি। দূষ্কৃতিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক জমি কারবারি। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার বার্নপুরের রহমতনগরের চাষাপট্টিতে। হিরাপুর থানার অদূরে বার্নপুর বাসস্ট্যান্ডের সুভাষপল্লীর আহমেদনগরের বাসিন্দা গুলিবিদ্ধ জমি কারবারির নাম ইরফান মুস্তাফা (৪৭)। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পরে তাকে রেফার করা হয় আসানসোল জেলা হাসপাতাল থেকে। জানা গেছে, রাত আটটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঐ জমি কারবারির মাথায় গুলির ক্ষত চিহ্ন রয়েছে।
খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ এলাকায় ছুটে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।




এই ঘটনায় বার্নপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বার্নপুরের সুভাষপল্লীর আহমেদনগরের বাসিন্দা ইরফান মুস্তাফা দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার কারবার করেন। তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বার্নপুরের রহমতনগরের চাষাপট্টির কাছে নবিনগরে তার অফিস আছে।
এদিন সন্ধ্যা সাতটা নাগাদ চাষাপট্টির কাছে তাকে খুব কাছ থেকে দূষ্কৃতিরা মাথা লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। গুলির শব্দ পেয়ে আশপাশের লোকেরা দৌড়ে আসার আগেই তারা পালিয়ে যায়। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন জমি কারবারি। এরপর তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, জমির কারবার নিয়ে কোন বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এক আধিকারিক বলেন, তদন্ত শুরু করা হয়েছে। দূষ্কৃতিদের খোঁজ করা হচ্ছে।