জমি ঘেরাকে কেন্দ্র করে উত্তেজনা, উপরে ফেলে দিল পিলার
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর ; ফাঁকা একটা জমিকে ঘিরে বিতর্ক। যে বিতর্কের জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের নডিহা আনন্দপুর এলাকায়। উত্তেজিত মহিলারা জমি ঘেরার কাজ বন্ধ করে দিলেন উপরে ফেলে দেওয়া হলো সিমেন্টের পিলার। ধুন্দুমার কান্ড দুর্গাপুরে। পরিস্তিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে এলো কোকওভেন থানার পুলিশ। অশান্তির শুরু রবিবার সকালে। নডিহা আনন্দপুর এলাকার একটি ফাঁকা জমি রয়েছে যেখানে গাজনের অনুষ্ঠান হতো সেই ফাঁকা জমি দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতৃত্বের একাংশের নাম করে। রীতিমতো ফাঁকা ঐ জমি ঘেরার কাজ শুরু হয়েছিল সকাল থেকে, উত্তেজিত স্থানীয় জনতা এসে প্রথম ঘেরার কাজ বন্ধ করে দেন, উপরে ফেলে দেন ঘেরার কাজে ব্যবহৃত পিলার। উত্তেজিত জনতা এরপর প্রবল বিক্ষোভ শুরু করে যারা জমি ঘেরার কাজ শুরু করেছিল,চলে দু পক্ষের বাদানুবাদ, উত্তেজনা ছড়ায় এলাকায়।




এটা ট্রাষ্টি কমিটির নামে জমি, সেই জমি ঘিরছে কমিটি, জানালো জমি ঘেরার কাজে থাকা ট্রাষ্টি কমিটির এক সদস্য।দীর্ঘদিন ধরে এই ফাঁকা মাঠ গাজনের অনুষ্ঠানের কাজে ব্যবহার হয়, এলাকার শিশুরা খেলাধুলা করে, অথচ এই জমি আচমকা প্রোমোটিং এর জন্য দখল করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের ।বিজেপির জেলা যুব মোর্চার জেলা নেতা সুজয় মুখার্জীর অভিযোগ, তৃণমূল নেতৃত্বের একাংশের নাম করে এই ফাঁকা জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে, চেষ্টা চলছে প্রোমোটিং করার।
এর মধ্যে তৃণমূল যোগ নেই পাল্টা মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বর। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নডিহা গ্রামের আনন্দপুর এলাকায়।যারা জমি ঘিরেছিলো তাদের দাবি,এটা ট্রাস্টের জমি সুতরাং রাজনীতির কোনো জায়গা নেই, যেহুতু ট্রাষ্টির ভাইস প্রেসিডেন্ট তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় সেহুতু ওনার নাম নেওয়া হয়েছে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নডিহা এলাকায়।