মদের আসরে বচসা, হাতাহাতি থেকে খুন
বেঙ্গল মিরর,। কাজল মিত্র:– সালানপুর থানা এলাকার আল্লাডি পঞ্চায়েত এর সিধাবাড়ি রামচন্দ্র পুর গ্রামে বচসার জেরে খুন হতে হল এক যুবককে ।যুবকের নাম দীনেশ রায় (৩৫)এই ঘটনায় বিরজু হাসদা নামে এক যুবককে আটক করেছে সালানপুর থানার পুলিশ।ঘটনায় আরো কেও যুক্ত আছে কিনা পুলিশ তদন্ত শুরু করেছে ।




স্থানীয় সূত্রের খবর, সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ি এলাকার সীধাবাড়ি রামচন্দ্র পুর গ্রামে বিরজু হসদা নামক এক যুবকের বাড়িতেই সোমবার দুপুরের দিকে মদ খাওয়াকে কেন্দ্র করে দীনেশ রায় এর সাথে বিরজু এর বচসা শুরু হয় এবং সেই থেকেই শুরু হয় হাতা হাতি ।তারপরেই নাকি বিরজু দীনেশ এর মাথায় সজোরে আঘাত করে যার ফলে মাটিতে লুটিয়ে পড়ে দীনেশ। তবে দীনেশ কে রক্তাত্ব অবস্থায় তারই বাড়ি থেকে কিছুটা দূরে ফেলে আসে বিরজু যা।
স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে এসে দেখেন দীনেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে কাল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ এলে দিনেশকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।তবে পুলিশ বিরজু হাসদা কে আটক করেছে এবং ঘটনাস্থলে গিয়ে দেখে রক্তের দাগ রয়েছে ।
পুলিশ জায়গা দু’টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ওই জায়গার স্থানীয়দের ক্ষোভ, এলাকায় প্রচুর পরিমাণে অবৈধ ভাবে মদের বিক্রি হয় এবং বহু বাড়ি রয়েছে যেখানে লুকিয়ে মদ বিক্রি করা হয় আর এই মদ খাওয়াকে কেন্দ্র করে প্রায়শই ঝামেলা হতেই থাকে।পুলিশকে আগেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু কাজ হয়নি।’’অবিলম্বে পুলিশ কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা বাড়তে থাকবে।