RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে অভিনব প্রতারণা, বৃদ্ধার কাছ থেকে সোনার অলংকার হাতিয়ে চম্পট দুই দুষ্কৃতী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের খাটু শ্যাম মন্দির সংলগ্ন এলাকা থেকে অভিনব উপায়ে প্রতারণা করে এক প্রবীণা বৃদ্ধার কাছ থেকে সোনার অলংকার হাতিয়ে চম্পট দিল বাইকে করে আসা দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ রানীগঞ্জ থানা এলাকার পাঞ্জাবি মোড় ফাঁড়ির শ্যাম মন্দির লাগোয়া সদানন্দ চক্রবর্তী লেনে। ঘটনার খবর পেয়ে এই ঘটনা স্থলে এসে পৌঁছয় রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে এসে পৌঁছন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু বিমান কুমার মৃধা। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

ঘটনার বিষয়ে স্থানীয় সিসিটিভিক ফুটেজ লক্ষ্য করে জানা যায়, এদিন দুই ব্যক্তি শ্যাম মন্দির সংলগ্ন অংশে এক প্রবীণ বৃদ্ধাকে গলির রাস্তা দিয়ে যেতে দেখার সময়, তাকে তার সঙ্গে থাকা অপর এক সঙ্গীকে কে রাস্তার সাধারণ মানুষ সাজিয়ে, প্রথমে তার কাছে থাকা সোনার গহনা ও মূল্যবান সামগ্রী দিতে বলেন, ওই ব্যক্তি দ্রুততা দিয়ে দেন। পরবর্তীতে ওই মহিলাকে জানান যে তারা পুলিশের লোক, সামনেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে রয়েছে সমস্ত এলাকায় জানানো হয়েছে যে সোনার গহনা পরে কেউ ঘোরাফেরা করতে পারবে না, তা আপনি জানেন না, সেজন্য গহনা গুলিকে খুলে, ভরে নিতে হবে, এই বলেই দ্রুত এক ব্যক্তি তার হাতে থাকা দুটি সোনার বালা গলার থাকা সোনার চেন ও একটি আংটি খুলে একটি কাগজের মোড়কে মুড়ে ফেলছে এমন বিষয় দেখিয়ে, ওই মহিলার হাতে তা ধরিয়ে দিয়ে চলে যান।

পরে কিছুদূর যেতেই ওই মহিলা ওই মোড়ক লক্ষ্য করে দেখতে পান, যে ওই মোড়কের মধ্যে প্লাস্টিকের কিছু চুড়ি ও সামগ্রী মুড়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তেই তিনি বুঝতে পারেন বিষয়টি একটি প্রতারণার ঘটনা ঘটেছে তার সঙ্গে। এর পরই তিনি পাড়া-প্রতিবেশী ও নিজের পরিজনেদের বিষয়টি জানালে তারা দ্রুত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। এখনো এই ঘটনায় পুলিশ সমস্ত বিষয় গুলি খোঁজ তল্লাশি করছে। খতিয়ে দেখা হচ্ছে আগেকার বিভিন্ন ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *