PANDESWAR-ANDAL

স্থানীয়দের বাধাতে রেলের উচ্ছেদ অভিযান স্থগিত

বেঙ্গল মিরর,।সার্থক কুমার দে, অন্ডাল : স্থানীয়দের বাধাতে উচ্ছেদ অভিযান স্থগিত রাখল রেল । মঙ্গলবার অন্ডালের কাজোড়া মোড় সংলগ্ন এলাকার ঘটনা । ৭ দিনের জন্য উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে । তারপর ফের অভিযান হবে বলে রেলে সূত্রে খবর ।অন্ডালের কাজোড়া মোড় সংলগ্ন রেলের জমিতে বসবাসকারীদের স্বেচ্ছায় উঠে যাওয়ার জন্য ১৪ ই এপ্রিল পর্যন্ত সময়সীমা দিয়েছিল রেল কর্তৃপক্ষ । নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় জমি খালি না করলে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছিল রেল । সেই মতো ১৫ ই এপ্রিল কাজোড়া মোড় সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিয়ে আসে রেল আধিকারিকেরা । কিন্তু সেই দিন রেলের জমিতে বসবাসকারী ও স্থানীয় মানুষজন প্রতিরোধে নামে । তাদের সমর্থনে এগিয়ে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্বও । প্রবল বিরোধিতার কারণে সেদিন পিছু হাঁটতে হয়েছিল রেল আধিকারিকদের । সেদিন আধিকারিকেরা উচ্ছেদ অভিযান স্থগিত রেখে জানিয়েছিল আরও এক মাস সময় দেওয়া হলো । এই সময়সীমার মধ্যে স্বেচ্ছায় রেলের জমি খালি করে দিতে হবে ।

কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎই বুলডোজার, একদল কর্মী, আরপিএফ নিয়ে এলাকায় হাজির হন রেল আধিকারিকেরা । খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান রেলের জমিতে বসবাসকারীদের পাশাপাশি স্থানীয় মানুষজন ও তৃণমূল নেতৃত্ব । আধিকারিকেরা বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙতে উদ্ধত হলে বুলডোজারের সামনে রুখে দাঁড়াই স্থানীয়রা । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । আধিকারিক ও আরপিএফ এর সাথে বচসাতে জড়িয়ে পড়ে স্থানীয়রা ।

প্রবল বিরোধিতাই উচ্ছেদ অভিযান বন্ধ রেখে এদিন ফিরে যান রেল আধিকারিকেরা । নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক বলেন উচ্ছেদ অভিযান এদিন স্থগিত করা হয়েছে, আরও সাতদিন সময়সীমা দেওয়া হয়েছে রেলের জমিতে বসবাসকারীদের । এই সময়ের মধ্যে জবরদখলকারীরা স্বেচ্ছায় জমি খালি করলে ভালো, নয়তো সাত দিন পর ফের উচ্ছেদ অভিযান করা হবে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *