BARABANI-SALANPUR-CHITTARANJAN

দেন্দুয়া মোড়ে দুর্ঘটনা জেরে গ্রামবাসীদের পথ অবরোধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র : দেন্দুয়া মোড়ে একটি ট্রাকের ধাক্কায় স্থানীয় এক মোটরবাইক আরোহী গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা চিত্তরঞ্জন- থেকে আসানসোল প্রধান রাস্তা দেন্দুয়া মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নো এন্ট্রি নিয়ম কঠোরভাবে পালনের দাবিতে বিক্ষোভকারীরা সড়ক অবরুদ্ধ করে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত করেন, ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ৯টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, দেন্দুয়া মোড়ে ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ইসিএল-এর ভারী যানবাহনের জন্য নো এন্ট্রি নিয়ম কঠোরভাবে পালন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবি জানান। ঘটনাস্থলে কুলটি ট্রাফিক থানা ও সালানপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সালানপুর ইসিএল নিরাপত্তা প্রভারীর আশ্বাস এবং আগামী শুক্রবার এ বিষয়ে বৈঠকের প্রতিশ্রুতির পর গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সালানপুর ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কার্যালয়ে দেন্দুয়ার যানজট নিরসনের জন্য ইসিএল-এর ভারী যানবাহনের উপর সকাল ও সন্ধ্যার সময় নো এন্ট্রি নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ম মানা হচ্ছে না। ফলে দেন্দুয়ায় প্রায়ই যানজট এবং দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা পার্থ দত্ত বলেন, “এখানকার পরিস্থিতি খুবই খারাপ। ইসিএল-এর ডাম্পারের কারণে দীর্ঘ যানজট হচ্ছে, যার ফলে দুর্ঘটনা ঘটছে। প্রশাসন সময়মতো ঘটনাস্থলে পৌঁছায় না। অভিযোগ করলে বলা হয়, আমরা সব সময় এর জন্য প্রস্তুত নই।”দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার মাঝি বলেন, “ইসিএল-এর ডাম্পারের অসময়ে চলাচলের কারণে এখানে যানজট হচ্ছে এবং স্থানীয় মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমাদের দাবি, নির্দিষ্ট সময়ে ডাম্পার চলাচল করুক।”এ বিষয়ে আগামী শুক্রবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই বৈঠকে যানজট ও দুর্ঘটনার সমস্যা সমাধানের দিশা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *