বাঁশকেটিয়ায় হত্যা কান্ডে গ্রেফতার এক, পাঠানো হলো আদালত
বেঙ্গল মিরর, কাজল মিত্র : সোমবার সন্ধ্যায় সালানপুর থানার অন্তর্গত সিদাবাড়ি বাঁশ লকেটিয়া রাস্তার পাশেই দীনেশ রায়(৩২) লনামক আল্লাডি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দার রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছিলো কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।তার মাথায় গুরুতর আঘাত,আর আঘাতের জেরেই মৃত্যু।ঘটনা অভিযোগের পর পুলিশ তদন্ত নেমে বিরজু হাসদা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে।ধৃত আসামিকে বুধবার আসানসোল আদালতে তোলা হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায় ধৃত আসামিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে দীনেশ রায় প্রায় দিন বিরজু হাসদার বাড়িতে এসে তার স্ত্রীর সাথে হাসি মজাক করতো।




বিরজু হাসদা বারবার বারণ করা সত্বেও দীনেশ রায় বাড়িতে আসতো যা তার পছন্দ ছিলো না।জানা যায় বিরজু হাসদা পুলিশের কাছে স্বীকার করে সোমবার সন্ধ্যায় দীনেশ রায় তার বাড়িতে আসে এবং তার স্ত্রীর সঙ্গে হাসি মজাক করছিলো সে বারণ করার পরেও দীনেশ হাসি মজাক চালিয়ে যাচ্ছিলো,সেই সময় রাগের বসে বাস দিয়ে সে দীনেশ রায়ের মাথায় গুরুতর আঘাত করে ভয়ে পেয়ে সে রক্তাক্ত অবস্থায় দীনেশ রায়কে রাস্তার পাশে ফেলে আসে।