DURGAPUR

পাকিস্তানের সাথে যুদ্ধের নামে টাই-টাই ফিস, ঠনঠন গোপাল, কেন্দ্রকে কটাক্ষ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের

দেশে জঙ্গী ঢুকিয়ে দিয়ে নাটক করছে কেন্দ্রের বিজেপি সরকার, আর বাংলাকে বদনাম করার জন্য বাংলাদেশী অনুপ্রবেশের কথা বলছে বিজেপি কটাক্ষ তৃণমূল সাংসদের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : দেশের ইন্টিলিজেন্স বিভাগ ব্যার্থ, বিজেপি বাংলায় বাংলাদেশ অনুপ্রবেশের সমালোচনা করে, আর দেশে জঙ্গী ঢুকিয়ে দিয়ে যুদ্ধ যুদ্ধ নাটক করছে ওরা, জঙ্গী আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ নাটক করছে বিজেপি, আসলে সবটাই” টাই টাই ফিস ফিস,’ ঠনঠন গোপাল , কাশ্মীরে জঙ্গী হানা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বেলাগাম আক্রমণ বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। প্রধানমন্ত্রী পহেলগাওতে যেতে পারলেন না, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না, অথচ বিহার সফর করছেন সামনের বছর বিধানসভা ভোটের জন্য এর চেয়ে আর লজ্জার কি হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এতো দেরি কিসের? কেন ব্যার্থ গোয়ান্দা বিভাগ? প্রশ্ন কীর্তি আজাদের।

শনিবার দুর্গাপুরে নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠক করে নিজের এক বছরের কাজের খতিয়ান তুলে ধরেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কীর্তি আজাদের মন্তব্য, একুশের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বিজেপি বাংলায় সমস্ত উন্নয়নমূলক কাজে অন্তরায় তৈরী করছে নার্য্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে, সেই জন্য বন্ধ রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলি খোলার ব্যাপারে লোকসভায় প্রশ্ন করার পরও কোনো সদুত্তর মেলে না। রাজ্যের পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এইদিনকার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *