হাতেনাতে ধরা পড়লো দুই পাচারকারী, উদ্ধার লক্ষাধিক টাকার মাদক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় মাদক পাচারকারীদের আনাগোনা এবং মাদকাসিক্ত হয়ে পড়ছে যুবসমাজের একটা অংশ এমনটাই এলাকার একটা অংশের মত। পাণ্ডবেশ্বর এর জোয়ালভাঙ্গা ও কুমারডিহি বিকোলিয়ারি যাওয়ার রাস্তার মাঝে মাদক পাচার করার সময় হাতেনাতে ধরা পড়লো দুই পাচারকারী।
উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও পাণ্ডবেশ্বর থানার পুলিশের যৌথ অভিযানে মাদক পাচার করার আগেই ২ পাচারকারী ধরা পড়লো পুলিশের জালে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৮৫ গ্রামের মতো মাদকদ্রব্য, যার আনুমানিক বাজার মুল্য লক্ষাধিক টাকার মত। মাদক পাচারকারীদের দুটি বাইক আটক করেছে পুলিশ।




পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই ব্যক্তির মধ্যে একজন বীরভূমের খয়রাশোল থানার অন্তর্গত চাপলা গ্রামের বাসিন্দা তপন মন্ডল (৩৭), অন্যজন শেখ ফিরোজ নামে বছর ২৯ এর জামুড়িয়া থানার অন্তর্গত বৈজন্তিপুর এলাকার বাসিন্দা। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে পেশ করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রে আরো কারা কারা জড়িয়ে আছে এই সমস্ত বিষয় জানতে মহামান্য আদালতের কাছে ধৃতদের ছয় দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয় ।