বারাবনি ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে ছয়টি হাইমাস্ট লাইট, শিলান্যাসে বিধায়ক
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনি ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েতের ছটি হাইমাস্ট এলইডি লাইটের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হলো। বারাবনি গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ারা দক্ষিণা কালি মন্দিরের কাছে একটি, বারাবনি রেল গেটের কাছে একটি, দোমহানি গ্রাম পঞ্চায়েতের চরনপুর মোড় একটি, পুঁচড়া গ্রাম পঞ্চায়েতের তোতারামা মোড়ে একটি, খোসনগর গ্রামে একটি ও নিরালা উষ্ণপ্রস্রবণ পার্কে একটি এই লাইট লাগানো হবে। রবিবার এক অনুষ্ঠানে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং, বারাবনি থানার ওসি দিব্যেন্দু মুখোপাধ্যায়, জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা। বিধায়ক ও সভাপতি বলেন, এই লাইট লাগানোর কাজ করা হচ্ছে বারাবনি পঞ্চায়েতের অন ফান্ড থেকে। একটি লাইট লাগাতে ব্যয় হবে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা।