রানিগঞ্জে মোটরবাইক শোরুমের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি, সিসিটিভির ফুটেজে ধরা পড়ে দুই চোরের কীর্তি
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের রানিগঞ্জে থানার রানিসায়ের মোডের কাছে প্রদীপ হিরো মোটরবাইক শোরুমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। সোমবার গভীর রাত দেড়টা নাগাদ শাটার ভেঙে দুই দুষ্কৃতিরা ঐ শোরুমের ভেতরে ঢুকে চুরি করেছে। তারা নগদ ১০ হাজার টাকা ও একটি লকার চুরি করে নিয়ে যায়। দুই দূষ্কৃতি শোরুমের ভেতরে ৫০ মিনিট ছিলো। দুই চোরের কীর্তি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।




প্রসঙ্গঃ, এর দিন কয়েক আগেও রানিগঞ্জে তিনটি তালা লাগানো ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছিলো । এবার চোরেরা একটি মোটরসাইকেল শোরুমকে টার্গেট করলো। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের ধরার চেষ্টা শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে শোরুমের মালিকের ছেলে শুভম সাউ বলেন, সোমবার রাত দেড়টা নাগাদ দুই দুষ্কৃতি আমাদের শোরুমে আসে। তারা শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। দুষ্কৃতিরা প্রায় ৫০ মিনিট ধরে শোরুমের ভেতরে ছিলো। তারা নগদ ১০ হাজার টাকা এবং একটি লকার নিয়ে যায়। শুভম আরো জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দূষ্কৃতিদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।