আসানসোলের সাংসদের সেল চেয়ারম্যানের সাথে সাক্ষাত
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় কর্মরত ঠিকা শ্রমিকদের অন্যান্য স্টিল প্লান্টের সমহারে বেতন প্রদান ও ইস্কোর আধুনিকীকরণ তথা সম্প্রসারণের কাজে স্থানীয় যুবক যুবতীদের অগ্রাধিকার দেওয়ার মতো দুটি দাবি নিয়ে বুধবার চিঠি দিয়েছিলেন আসানসোল পুরনিগমের ৭৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য অশোক রুদ্র। বৃহস্পতিবার সেল বোর্ডের চেয়ারম্যান অমরেন্দু প্রকাশের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করলেন আসানসোলের সাংসদ। দলের কাউন্সিলরের দাবি মতে বিষয়গুলি তিনি চেয়ারম্যানের সঙ্গে তুলে ধরেন।




তার পাশাপাশি তিনি নিজের উদ্যোগে আরেকটি বিষয় যোগ করেন ও সেলের চেয়ারম্যানকে তা বলেন। সেটি হল ইস্কোর শ্রমিকরা নাইট এলাউন্স বা রাত্রিকালীন ভাতা বাবদ মাত্র ১০০ থেকে ১৫০ টাকা পান। সেটিও যাতে বৃদ্ধি করা হয়, তারও প্রস্তাব দেন (কয়েকদিন আগে ইস্কো কারখানা পরিদর্শন করার সময় সাংসদ এই বিষয়টি জেনে ছিলেন) তিনি চেয়ারম্যানকে দেন। সেলের চেয়ারম্যান সাংসদকে আশ্বাস দিয়ে জানান, আগামী সেলের বোর্ড মিটিংয়ে তিনি আধিকারিকদের সঙ্গে আসানসোলের সাংসদের তোলা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রসঙ্গতঃ, আসানসোলের সাংসদকে লেখা চিঠিতে কাউন্সিলর লিখেছিলেন গত কয়েক মাস ধরে সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের বিরুদ্ধে আমাদের আন্দোলনের বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের দাবিগুলি হলো, এইরকম। (১) আমরা জানি আমাদের জেলায় (পশ্চিম বর্ধমান) সেলের মোট তিনটি ইউনিট রয়েছে। একটি হলো ডিএসপি বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এএসপি বা অ্যালয় স্টিল প্ল্যান্ট ও বার্নপুর সেল আইএসপি বা ইস্কো স্টিল প্ল্যান্ট । প্রথম দুটি দুর্গাপুরে এবং একটি বার্নপুরে রয়েছে । কিন্তু, এই কারখানাগুলিতে আউটসোর্সিং কর্মীদের মজুরিতে বিশাল পার্থক্য রয়েছে।
সেল আইএসপিতে (ইস্কো স্টিল প্ল্যান্ট, বার্নপুর) একজন কর্মী প্রতি মাসে গড়ে ১১০০০ টাকা (প্রায়) পান। যেখানে ডিএসপি (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট) এবং এএসপি (অ্যালয় স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর) প্রতি মাসে সেই কর্মীরা গড়ে ৭০০০ টাকার বেশি বেতন পান। অন্যদিকে, সেল আইএসপিতে আধুনিকীকরণ এবং সম্প্রসারণ প্রক্রিয়া চলছে। সেই কারণে এখানে বিশাল নিয়োগ করা হবে। আমরা চাই স্থানীয় বেকার যুবকদের অদক্ষ/দক্ষ আউটসোর্সিং কর্মী হিসেবে নিয়োগ করা হোক।অশোক রুদ্র বলেন, উল্লেখিত বিষয়ে সাংসদকে হস্তক্ষেপ করার অনুরোধ করেছিলাম। তিনি আমার অনুরোধে সাড়া দিয়ে প্রাথমিক পর্যায়ে সেলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন ও তাকে বিষয়গুলি বলেছেন।