ASANSOL

কেন অর্ধেক কাজ হয়েও শেষ হচ্ছেনা রবীন্দ্রভবন ? বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অবস্থান বিক্ষোভ

বেঙ্গল মিরর।চরণ মুখার্জি, লাউদোহা :- পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড় সংলগ্ন এলাকায় ২০১৮ সালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল রবীন্দ্র ভবন। কিন্তু অর্ধেক কাজ হওয়ার পর কোন অজ্ঞাতক কারণে রবীন্দ্রভবন তৈরির কাজ বন্ধ হয়ে যায়। ফলে আগাছাই ঝোপ ঝাড়ে ভরেছে সরকারি প্রকল্পের কোটি টাকার অসমাপ্ত রবীন্দ্র ভবনটি। কেন রবীন্দ্র ভবন তৈরির কাজ হঠাৎ বন্ধ হল ?তারই প্রতিবাদে বুধবার বিকেল চারটে নাগাদ রবীন্দ্র ভবন চত্বরে অবস্থান-বিক্ষোভে বসেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।

এদিনের অবস্থান বিক্ষোভ থেকে জিতেন্দ্র বাবু বলেন, তিনি তৃণমূলের পাণ্ডবেশ্বর বিধান সভার বিধায়ক থাকাকালীন এই রবীন্দ্রভবন তৈরীর কাজ শুরু করেছিলেন। কয়েক কোটি টাকা অনুমোদন হয় সেই সময়। তারপর তার দলবদলের পর হঠাৎ রবীন্দ্র ভবন তৈরির কাজ থমকে যায়। তিনি বলেন এই এলাকায় রবীন্দ্রভবন হলে দুর্গাপুর থেকে, পাণ্ডবেশ্বর থেকে, লাউদোহা থেকে, বহু মানুষ এখানে আসতেন এবং ভবনটির দ্বারা উপকৃত হতেন।

  তিনি অভিযোগ করেন কিন্তু তৃণমূলের যে সকল নেতা এই রবীন্দ্র ভবন তৈরির কাজটিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাদের আগামী ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা দেওয়ার অধিকার নেই। পাশাপাশি তিনি এও বলেন যদিও শীঘ্রই এই ভবন তৈরির কাজটি সমাপ্ত না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *