ডিপিএলে আগুন স্টেশন ট্রান্সফর্মারে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বেঙ্গল মিরর দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আচমকা বিকট শব্দে আগুন স্টেশন ট্রান্সফর্মারে। একই সঙ্গে সাপ্লাই ব্রেকারেও লাগলো আগুন। যার জেরে ৬.৬ কেভি বাস ট্রান্সফর্মারও পুড়ে যায়। বুধবার এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পরে বিকল হয়ে গেলো রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৮ নম্বর ইউনিট। স্বাভাবিক ভাবেই বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন।
এই ঘটনার পরে চরম অনিশ্চয়তার মধ্যে চলে গেলো দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের ৮ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এই ৮ নম্বর ইউনিটে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন এই ইউনিট বিকল হয়ে যাওয়াতে গরমে বিদ্যুতের ঘাটতি তৈরী হওয়ার একটা আশংকা দেখা দিয়েছে।




এদিকে, এই প্রসঙ্গে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, গতকাল একটা দুর্ঘটনা হয়েছে । দ্রুততার সঙ্গে মেরামতির কাজ শুরু হয়েছে। আধিকারিক ও ইঞ্জিনিয়াররা কাজ করছেন। কেন চালু একটা ইউনিটে আগুন লাগলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। তার রিপোর্ট আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। তখন জানা যাবে, ঠিক কি কারণে চালু একটা ইউনিটে এই ঘটনা ঘটলো। তিনি আরো বলেন, রাজ্য সরকারের ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই ৮ নম্বর ইউনিটটি দেশীয় সংস্থা ভেল বা ভারত হেভি ইলেকট্রিকাল লিমিটেড তৈরী করেছিল।
২০১৪ সালের ১ অক্টোবর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। ৮ নম্বর ইউনিট ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ৭ নম্বর ইউনিট রয়েছে। এই ৭ নং ইউনিটে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২০০৮ সালের ৩০ এপ্রিল থেকে সাত নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছিল।
এখন আগুন লেগে ৮ নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়ায়, ৭ নম্বর ইউনিটটি ভরসা ডিপিএল কতৃপক্ষের।