DURGAPUR

দুর্গাপুরে গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা, ভাঙচুর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : গৃহবধুর রহস্য মৃত্যু। খুনের অভিযোগ তুলে দেহ আটকে রেখে বিক্ষোভ। চললো ভাঙচুর। চরম উত্তেজনা নিউ টাউনশিপ থানার পাড়দহি এলাকায়। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। মৃতা গৃহবধূর নাম মায়া ঘোষ (২৮)। আটক স্বামী, শ্বশুর এবং শাশুড়ি।

জানা গেছে দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সাথে দু’বছর আগে বিয়ে হয় পাড়দহি এলাকার সুশোভন মাইতির। মায়া ঘোষের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার করত স্বামী সুশোভন এবং শ্বশুর, শাশুড়ি। বুধবার দুপুরে খবর দেওয়া হয় মায়ার মৃত্যু হয়েছে। তারা মায়ার শ্বশুরবাড়িতে পৌঁছাতেই দেখেন মায়ার ঝুলন্ত দেহ। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন। চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স।

মৃত গৃহবধুর বোন প্রতিমা ঘোষের অভিযোগ, আমার বাবাকে ফোন করে সুশোভন মাইতি। বলে মায়া গলায় দড়ি নিয়েছে। আমরা এসে দেখি পুলিশ দেহ নামাচ্ছে।মাঝেমধ্যেই জামাইবাবু শ্বশুর-শাশুড়ি মিলে অত্যাচার করতো আমার দিদিকে। বুধবার সকাল থেকেও মারধর করেছে। তারপর দিদিকে মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা। আমরা ওদের কঠোর শাস্তি চাইছি। দু’ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাস‌ দিলে বিক্ষোভ উঠে যায়। তারপরেই দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *