দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 3 যুবক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার ফের দামোদর নদে স্নান করতে গিয়ে নদের জলে তলিয়ে গেল 3 যুবক। যদিও তাদের মধ্যে এক যুবককে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও অপর দুই যুবকের কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে বাঁকুড়া জেলার মেজিয়া থানার অন্তর্ভুক্ত দামোদর নদে। স্থানীয় এলাকার মানুষজনেরাই এ বিষয়টি লক্ষ্য করে এই ঘটনার খবর পুলিশ প্রশাসনকে দিলে বাঁকুড়া জেলার মেজিয়া থানার পুলিশ ও সংলগ্ন অংশে থাকা রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনার স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।




এই ঘটনার খবর পাওয়ার পরপরই খবর দেওয়া হয় সেভেন্থ ব্যাটেলিয়ানের বিশেষ উদ্ধার কারী দলকে। চলে গেছে কুড়ি বাইশ বছরের তিন যুবক দামোদর নদের স্নান করতে যায়, তিনজনই রানীগঞ্জের অমৃত নগর এলাকার, দামোদা অঞ্চলের বাসিন্দা। যাদের মধ্যে বিশাল রাউত কে স্থানীয়রা পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায়। অপর দুইজন বছর কুড়ির বিশাল ঠাকুর ও বছর বয়সের বিক্রান্ত সিং দামোদর নদের তলিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার পর পরই শোকের ছায়া নামে এলাকায়।
জানা গেছে যে অংশে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিপদজনক এলাকা বলে আগেই সাইনবোর্ড লাগিয়ে সতর্ক করছে তারপরও সেই অংশেই ওই যুবকেরা গিয়ে স্নান করছিল বলে জানা যায়। দুই যুবকের এখন যুদ্ধকালীন তৎপরতায় খোঁজ চলছে বলেই জানিয়েছে প্রশাসন। এদিন শেষ পাওয়া খবরে জানা যায় সন্ধ্যে নাগাদ সেভেনথ ব্যাটেলিয়ানের দল উদ্ধারকাজের চালানোর সময় ২ যুবকেরই নিথর দেহ দামোদর নর থেকে উদ্ধার করে তারা।