দুর্গাপুরে এএসআইয়ের বাড়িতে চুরির চেষ্টা, গুলিতে জখম চোর, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ সহকারী সাব ইন্সপেক্টর বা এসআইএর বাড়িতে চুরি করতে ঢুকে হাতেনাতে পাকড়াও চোর । আত্মরক্ষার্থে গুলি চালালেন ঐ এএসআই । সেই গুলি লাগে চোরের ডান পায়ে। রবিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এনটিপিএস বা নিউটাউনশিপ থানার বিধাননগরে। আহত চোরের নাম রাজেশ দাস। সে ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্তমানে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।














পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ঐ সহকারী সাব-ইন্সপেক্টরের বাড়ি। রবিবার গভীর রাতে তিনি তার বাড়ির কাছে এক যুবককে সন্দেহজনক অবস্থায় দেখতে পান দেখতে পান। তিনি ঐ যুবকের আচরণ দেখে বুঝতে পারেন যে, ঐ যুবক চোর। তখন তাকে দাঁড়াতে বলে সহকারী সাব ইন্সপেক্টর। কিন্তু যুবক কোন কথা শোনেনি। উল্টে ঐ সহকারী সাব ইন্সপেক্টরকে হুমকি দিতে থাকে ঐ চোর বলে জানা গেছে। তার উপর চড়াও হওয়ার চেষ্টা করে ঐ চোর । তখনই নিজের আত্মরক্ষার্থে ঐ সাব-ইন্সপেক্টর তার কোমর থেকে রিভলবার বার করে গুলি ছোঁড়েন। সেই গুলি ঐ যুবকের কোমরের নিচে ডান পায়ে থাই গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। এরপর খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। আহত যুবককে আটক করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে সেখানে এসে চিকিৎসাধীন রয়েছে। যদিও হাসপাতালের বেডে শুয়ে রাজেশ দাসের দাবি, আমি অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম। রাস্তায় ঐ পুলিশ অফিসারের বাড়িতে ঢুকছিলাম। পরে পালাতে যাচ্ছিলাম তখনই গুলি চালায় ঐ অফিসার । আমি এখন মহকুমা হাসপাতালে ভর্তি। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( দুর্গাপুর) সুবীর রায় বলেন, রবিবার রাতে ঐ চোর এক এএসআইয়ের বাড়িতে চুরি করতে যায়। এএসআই বুঝতে পেরে তাকে আটকানোর চেষ্টা করেন। তখন ঐ চোর তার উপরে হামলা চালানোর চেষ্টা করে। তখন আত্মরক্ষায় এএসআই গুলি চালান। সেই গুলি চোরের পায়ে লাগে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


