ASANSOL

আসানসোলের একাধিক জায়গায় ভেঙে পড়লো গাছ, তার ছিঁড়ে বিদ্যুৎ বিপর্যয়, কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত জনজীবন

বেঙ্গল মিরর, আসানসোল/ সালানপুর, রাজা বন্দোপাধ্যায় ও কাজল মিত্রঃ* টানা কয়েক দিন প্রচন্ড গরমের পরে কালবৈশাখীর দাপটে কার্যত বিপর্যস্ত আসানসোল শহর তথা গোটা আসানসোল শিল্পাঞ্চলের জনজীবন। জৈষ্ঠ্যমাসের দ্বিতীয় দিন শনিবার বিকেলে গোটা শিল্পাঞ্চল জুড়ে প্রচন্ড ঝড়বৃষ্টি হয়। বিকেল চারট থেকে তা শুরু হয়। ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে তুমুল বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি হয়। বিকেলেই রাত বারোটার অন্ধকার নেমে আসে।

প্রায় দু’ঘন্টারও বেশি সময় ধরে দফায় দফায় গোটা শিল্পাঞ্চল জুড়ে এই ঝড়বৃষ্টির তান্ডব চলে। একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ। বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে পড়ে অনেক জায়গায়। যে কারণে সন্ধ্যে সাতটার পরে ঝড়বৃষ্টির দাপট থামলেও অনেক এলাকায় বিদ্যুৎ আসেনি। খবর পাওয়ার পরে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিক ও কর্মীরা রাস্তায় নামেন। তারা কাজ শুরু করেন।

আসানসোল শহরের হটন রোড সহ অনেক নিচু এলাকায় জল জমে যায়। এরফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। হটন রোডে রাস্তায় জল জমে যাওয়ায় অন্য গাড়ির সঙ্গে এ্যাম্বুলেন্সও আটকে যায়।এদিকে, এদিন বিকেলের প্রবল বৃষ্টির সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ছিঁড়ে পড়ায়, অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। আর এই বিদ্যুতের তার ছিঁড়ে, অন্য বিদ্যুৎবাহী তারে পড়ায় কয়েক জায়গায় আগুন লাগার ঘটনাও ঘটে বলেই সংলগ্ন এলাকার গ্রামবাসীরা দাবি করেছেন।

ঘটনাটি ঘটেছে, শনিবার বিকেলে জামুড়িয়ার তপসি এলাকায় । এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। রাস্তার উপর হাই টেনশন তার পড়ে থাকায় সেই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায়, অনেককেই বিকল্প রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় । জানা গেছে এদিন বিকেল পাঁচটা নাগাদ, ঝড় বৃষ্টির শুরু হওয়ার সময় ঘটে এই ঘটনাটি। বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে ঐ এলাকাটিকে সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সংলগ্ন অংশের বিদ্যুৎ সরবরাহ করা ট্রান্সফর্মারগুলিকে।

অন্যদিকে, এদিন আসানসোলের সালানপুর এলাকায় বিকেলে চারটে নাগাদ হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। ধুলোর ঝড় শুরু হয় সালানপুর ব্লক সহ বিভিন্ন এলাকায় । বেশ কিছুক্ষণ এলোমেলো কালবৈশাখী ঝড়ের পর নামে স্বস্তির বৃষ্টি। কিন্তু ঝড়ের জেরে রূপনারায়ণপুরের ডাবর মোড় এলাকায় প্রচুর গাছ ভেঙে পড়ে। এর ফলে বহু বিদ্যুতের তারও ছিঁড়ে যায়। ব্যাহত হয় যান চলাচল । জানা গেছে, সালানপুর ব্লকের রূপনারায়নপুর ডাবর মোড় থেকে চিত্তরঞ্জন যাওয়ার প্রধান রাস্তা ইয়ুথ ক্লাবের সামনে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তারের উপর। এর ফলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় রাস্তার উপরে। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ প্রশাসন ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং এলাকায় আসেন।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎ দফতরের কর্মীদের সহযোগিতায় রাস্তার উপর থেকে বড় বড় গাছের ডাল কেটেসরিয়ে নিয়ে যাওয়া হয় । এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। তবে আরো বেশ কয়েকটি জায়গায় একইভাবে গাছের ডাল ও গাছ ভেঙে পড়ে। যে কারনে ঐসব এলাকাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঝড়বৃষ্টিতে রাত আটটা পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হতাহতেরও কোন খবর মেলেনি পুলিশ প্রশাসন সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *