পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, চাঞ্চল্য, তদন্তে পুলিশ
বেঙ্গল মিরর, দুর্গাপুর, চরণ মুখার্জী ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* রবিবার সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠলো গোটা এলাকা। রবিবার সাতসকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের লাউদোহা থানা এলাকায়। পাশাপাশি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার শুরু হয়েছে পুলিশের তদন্ত। এই ঘটনায় বড় কোন ক্ষয় ক্ষতি ও হতাহতের খবর নেই।জানা গেছে, এদিন সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠে দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর ব্লকের আরতি গ্রামের উত্তর পাড়া এলাকা। পরিত্যক্ত একটি বাড়ি থেকে রবিবার সকালে বিকট এক শব্দ পাওয়া যায়। আতঙ্কে বাড়ির বাইরে বেড়িয়ে আসেন এলাকার বাসিন্দারা ।




খবর দেওয়া হয় লাউদোহা থানায়। সেই খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুলিশ পরিত্যক্ত ঐ বাড়ির চারপাশে ব্যারিকেড করে দিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের প্রাথমিক অনুমান, পরিত্যক্ত ঐ বাড়িতে বিস্ফোরক জাতীয় কিছু ছিলো। তাতে এদিন সকালে বিস্ফোরণ ঘটে। তার থেকেই হয় বিকট শব্দ।