নাচ, গান, নাটকের মাধ্যমে পালন করা হলো স্কুলের বাৎসরিক অনুষ্ঠান
বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, লাউদোহা : নাচ, গান, নাটকের মাধ্যমে পালন করা হলো জিএমপি পাবলিক স্কুলের বাৎসরিক অনুষ্ঠান । রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানটি আয়োজিত হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন নজরুল মঞ্চে ।




উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, গৌরবাজার পঞ্চায়েতের প্রধান হাসু দত্ত, উপপ্রধান হরেন্দ্রনাথ পাল সহ অন্যরা ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । এরপর ভারতনাট্যম, সরস্বতী বন্দনা, কত্থক, বিহু ডান্ডিয়া নাচ সহ মঞ্চস্থ হয় স্কুল সম্পর্কে একটি নাটক । স্কুলের বাৎসরিক পরীক্ষায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন অনুষ্ঠানে ।