শিশু কন্যা বিবাহ রোধে সচেতনতা শিবির করল পুলিশ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : শিশু কন্যা বিবাহ রোধের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতা শিবির হল উখরাতে । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানা ও উখড়া পুলিশ আউট পোস্টের উদ্যোগে সোমবার সচেতনতা শিবিরটি হয় উখরা কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখোপাধ্যায়, উখড়া ফাঁড়ির আই,সি শিউলি মন্ডল, বিডিও দেবাঞ্জন দত্ত, উখরা পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সায়গল, রাজু মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা ।




শিবিরটি আয়োজনে সহযোগিতা করে শিশুদের নিয়ে কাজ করা “বাপু” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । সংস্থাটির পক্ষে উপস্থিত ছিলেন সুমিতা শীল, সোনালী মন্ডলরা । তারা বলেন শিশু সুরক্ষা, শিশু পাচার, শিশু বিবাহ রোধ নিয়ে আমরা এই ধরনের সচেতনতা শিবির নিয়মিত করি বিভিন্ন জায়গাতে । সিআই পিন্টু মুখোপাধ্যায় বলেন শিশু বিবাহ আইনত দণ্ডনীয় । সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার ও সচেতনতা শিবির আয়োজন করা হয় । অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।