BARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর রক্তের ঘাটতি পূরণে এগিয়ে এলো সালানপুর থানা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে আসানসোল জেলা ব্লাড ব্যাংক এর রক্তের ঘাটতি সেই কথা মাথায় রেখেআসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সালানপুর থানার উদ্যোগে ও আসানসোল জেলা ব্লাড ব্যাংকের সহযোগিতায় বুধবার থানা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হলো “উৎসর্গ” নামাঙ্কিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের।এই রক্তদান শিবিরটি ফিতে কেঁটে উদ্বোধন করলেন এসিপি(কুলটি)এস.কে জাবেদ হোসেন।তার সঙ্গেই উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।এদিন এর শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার সহ এলাকার সাধারণ মানুষজনেরা।

রক্ত দান করেন বেশ কয়েকজন মহিলাও।প্রায় শতাধিক রক্তদাতা দের কাছে রক্ত সংগ্রহ করেন আসানসোল জেলা ব্লাড ব্যাংক।রক্তদাতাদের হাতে সংখ্যাপত্র তুলেদেন এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা।এদিন এসিপি কুলটি এস.কে জাবেদ হোসেন বলেন রক্তদান মহান দান তাই প্রত্যেক মানুষের উচিত রক্তদান করা।রক্ত সঙ্কট মেটাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় ও ফাঁড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *