আসানসোলে মহিলাদের মধ্যে খেলাধুলার প্রসারে ক্রিকেট খেলার আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ মহিলাদের মধ্যে খেলাধুলার প্রসার ও আগ্রহ বাড়ানোর জন্য, সম্প্রতি আসানসোল শহরের দক্ষিণ ধাদকার এনসি লাহিড়ী বিদ্যা মন্দির মাঠে ক্রিকেটার সুস্মিতা দাসের নেতৃত্বে একটি মহিলা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। শান্তি দেবী ক্রিকেট একাডেমি এবং মাহি ক্রিকেট একাডেমির মধ্যে এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শান্তি দেবী ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে মাহি একাডেমি অলআউট হয়ে ১০ ওভারে ৫ উইকেটে ৫৯ রান করে। পরে শান্তি দেবী ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৫ ওভার ৪ বলে মাত্র ২ উইকেটে ৬২ রান করে ৭ উইকেটে জয়লাভ করে।




ম্যাচের সেরা খেলোয়াড় বা ওম্যানস্ অফ দ্যা ম্যাচ হন মাহি একাডেমির আনন্দী কুমারী। সর্বোচ্চ উইকেট নেওয়া খেলোয়াড় হিসেবে মীনাক্ষী কোরে এবং সেরা উইকেটরক্ষকের পুরস্কার দেওয়া হয় প্রতিভা যাদবকে। মীনাক্ষী ও প্রতিভা শান্তি দেবী ক্রিকেট একাডেমির খেলোয়াড়।
এই প্রসঙ্গে সুস্মিতা দাস বলেন, খেলাধুলায় দেশের জন্য পদক এবং ট্রফি জিততে পারে মহিলারাও। তাই তাদেরকে আরো উৎসাহিত করতে আসানসোলে এই মহিলা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিলো। খেলায় কোচ দীপু প্রসাদ সহ আরও অনেক সদস্য এবং বিপুল সংখ্যায় মহিলা ক্রিকেটার ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।