দুর্গাপুরে তেরঙ্গা যাত্রায় বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বারুদের স্তুপের উপরে দাঁড়িয়ে বাংলা, যারা অবৈধভাবে রয়েছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলা এই মুহুর্তে বেআইনি ভাবে আসা লোকেদের বাসস্থান হয়ে গেছে। তা বাংলাদেশি বলুন, বা পাকিস্তানি বলুন। দুটোই আছে। যারা এইভাবে অবৈধভাবে রয়েছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে’। দেশে জঙ্গি সতর্কতা নিয়ে পুলিশকে ” বি অ্যালার্ট” প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য করা নিয়ে তাকে নিশানা করলেন বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার দুর্গাপুরে দলের এক কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বলেন, আজকে “বি-এলার্ট” বললে হবে না। এতদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদেরকে বাংলায় ঢোকানো হয়েছে। তাদেরকে ভোটার আইডি কার্ড বা সচিত্র পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে। তাদের সুবিধা দেওয়া হয়েছে ভোট করানোর জন্য। এখন বলছে “বি-অ্যালার্ট” । এই এলার্টটা আগে হলেন না কেন?




এই পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে। সন্ত্রাসবাদীদের বাইরে থেকে এনে ঢোকানো হয়েছে। বেআইনি ভাবে যারা বাস করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র বি অ্যালার্ট বলে প্রচার করলাম এটা হবে না। তিনি বলেন, মুর্শিদাবাদে যা হয়েছে, তা পহেলগাঁওরের ঘটনার মতোই। এখানে হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হয়েছে। মহিলাদেরকে ঘরছাড়া করা হয়েছে। সম্পত্তি লুঠ করা হয়েছে। আজ কলকাতার আকাশে ড্রোন দেখা গেছে। কেন্দ্র সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে লকেট চট্টোপাধ্যায় বলেন।
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা তার নিজের হাতে রয়েছে। তবুও কোন পদক্ষেপ নিতে পারছেন না। এই বলেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেত্রী। বুধবার বিকেলে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা পাঁচমাথা মোড় পর্যন্ত বিজেপির তরফে তেরঙ্গা যাত্রায় লকেট চট্টোপাধ্যায় যোগ দেন।
” অপারেশন সিঁদুর” র জন্য ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য দুর্গাপুরে এদিন এই তেরঙ্গা যাত্রা করা হয়।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাঁ, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ জেলা বিজেপি নেতৃত্ব ও বিজেপির কর্মীরা এই তেরঙ্গা যাত্রায় ছিলেন।