দুর্গাপুর মহকুমা হাসপাতালে তান্ডব একদল যুবকের, ভাঙচুর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বেঙ্গল মিরর দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* একসঙ্গে সবাইকে ঢুকতে দিতে হবে এই দাবি করে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা জড়িয়ে ও হাতাহাতি করে হাসপাতালের এমারজেন্সি বিভাগে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, রবিবার রাতে একদল যুবক এক আহত যুবককে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের এমারজেন্সি বিভাগের চিকিৎসা করাতে আসে। আহত যুবকের এমারজেন্সি বিভাগে চিকিৎসা চলছিলো। সেই মুহূর্তে তার সঙ্গে আসা বেশ কয়েকজন যুবক এমারজেন্সি বিভাগে ঢুকবে বলেই দাবি করে। তাদের ভেতরে যেতে বাধা দিলে বাঁধে বিপত্তি। এই ঘটনায় হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সহ বেশ কয়েকজন আহত হয়।




ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। রবিবার গভীর রাতে ঘটা এই ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ, ৬ জনকে আটক করেছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাতে এক যুবক বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। তার চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। সেই যুবকের সঙ্গে তাদের ১২/১৪ জন বন্ধুও এমারজেন্সি বিভাগে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষী। সেই বাধায় মদ্যপ অবস্থায় থাকা যুবকের বন্ধুরা নিরাপত্তা রক্ষী সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারা একই সাথে ভাঙচুর চালায় এমারজেন্সি ইয়ার্ডের গেটে ।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। রাতে হাসপাতালে ডিউটি করা সব কর্মীরা নিরাপত্তার বিষয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারা হাসপাতাল কতৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।পুলিশ জানায়, হাসপাতাল কতৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, হাসপাতাল কতৃপক্ষ জানায়, ঘটনার তদন্ত করা হচ্ছে। ঠিক হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে রাতে হাসপাতালে নিরাপত্তা আরো কড়া করা হবে।