বার্নপুরে দামোদর নদীতে ডুবে যুবকের মৃত্যু
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ দামোদর নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরে। রবিবার সকালে বার্নপুরের ধেনুয়া গ্রামের কাছে দামোদর নদী থেকে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হিরাপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। হিরাপুর থানার বার্নপুরের শ্যামবাঁধ ক্যান্টিন পাড়ার বাসিন্দা মৃত যুবকের নাম মনু ভার্মা (৩৬)।




পুলিশ সূত্রে জানা গেছে, বার্নপুরের বাসিন্দা মনু ভার্মা পেশায় গাড়ি চালক ছিলো। সে বলতে গেলে সবসময় মদ্যপান করে থাকতো। শনিবার সে বার্নপুরের ধেনুয়া গ্রামের কাছে দামোদর নদীতে স্নান করতে নামে। তারপর সে জলে ডুবে যায়। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।