আসানসোলের বাড়ি – বাড়ি পৌঁছাবে জগন্নাথ ধামের প্রসাদ রথযাত্রার আগেই
পুরনিগমে প্রশাসনিক স্তরে প্রস্তুতি বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল,রাজা বন্দোপাধ্যায়ঃ* অক্ষয় তৃতীয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পুরীর আদলে নির্মিত জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন। রথযাত্রা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। এবার দিঘার জগন্নাথ ধামে জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন করা হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। অন্যান্য জায়গার সঙ্গে বুধবার দীঘার জগন্নাথ ধামে রীতি মেনে স্নান যাত্রা হয়েছে।




উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন যে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বাংলার প্রতিটি বাড়িতে সরকারি উদ্যোগে পৌঁছানো হবে।সেই উদ্যোগে, আসানসোল পুরনিগম এলাকার সকল বাসিন্দাদের কাছে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই জন্য এদিন আসানসোল পুরনিগমে একটি প্রস্তুতি বৈঠক হয় ।
সেই বৈঠকে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , পুর কমিশনার রাজু মিশ্র, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক , সমস্ত বরো চেয়ারম্যান, মেয়র পারিষদ ও পুরনিগমের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জুন মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে রেশন ডিলারদের মাধ্যমে আসানসোল পুরনিগম এলাকার সকল বাসিন্দাদের কাছে জগন্নাথদেবের প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
এই বিষয়ে মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, আগামী ২৭ জুন দিঘায় রথযাত্রার আয়োজন করা হবে। তার আগে, রেশন ডিলারদের মাধ্যমে আসানসোল পুরনিগম এলাকায় বসবাসকারী ভক্তদের কাছে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়া হবে। এর জন্য একটি বৈঠক করা হয়েছে। এই কাজ কিভাবে করা হবে তার জন্য এদিনের বৈঠকে আলোচনা করে একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে।