ASANSOL

আসানসোলে রাস্তা তৈরিতে দেরি, সমস্যা পথচারীদের, ঘটছে দূর্ঘটনা, দ্রুত সংস্কারের দাবি, জনমত সংগ্রহ বিজেপির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় থেকে বার্নপুরের স্কোব গেট পর্যন্ত বার্নপুর রোড ও সেনরেল রোডের রাস্তার অবস্থা খুবই খারাপ। মেশিন দিয়ে কয়েক কিলোমিটার এই রাস্তাটি অনেক জায়গায় খোঁড়া হয়েছে। কিন্তু মেরামতের কাজ এখনও শুরু হয়নি। যে কারণে এই রাস্তায় চলাচলকারী মানুষদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই কথা মাথায় রেখে মঙ্গলবার বার্নপুর রোডে বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জনমত অভিযান শুরু করেন।

এই বিষয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, জুবিলি মোড় থেকে স্কোব গেট পর্যন্ত রাস্তাটি খোঁড়া হয়েছে। কিন্তু মেরামতের কাজ এখনও শুরু হয়নি। যে কারণে প্রতিদিন ২৫টিরও বেশি দুর্ঘটনা ঘটছে। এর আগেও আমি নিজে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে এই বিষয়ে চিঠি লিখে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার মেরামতের কাজ শুরু করার অনুরোধ করেছিলাম। কিন্তু এখনও তা হয়নি। সেই কারণেই রাস্তায় নেমে এদিন থেকে বিজেপি জনমত সংগ্রহ করছে। আমরা সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করছি যে তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রাস্তার জন্য। আমরা তাদেরকে দিয়ে সই করাচ্ছি।

তিনি আরো বলেন, যদি ৭ দিনের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু না হয়, তাহলে বিজেপি ব্যাপক আন্দোলন করবে।প্রসঙ্গতঃ, এই রাস্তা নির্মাণের কাজ করছে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা। যে কারণে পুরনো রাস্তার উপরের আস্তরণ মেশিন দিয়ে চেঁছে তুলে নেওয়া হয়েছে বেশ কিছু দিন হলো। আড্ডার তরফে বলা হয়েছে, দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *