ASANSOL

চাকরি থেকে অবসর নিলেন আসানসোল পুরনিগমের অফিস সুপারিন্টেন্ডেন্ট, সম্বর্ধনা অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের অফিস সুপারিন্টেন্ডেন্ট বীরেন অধিকারী সোমবার তার চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। এদিন আসানসোল পুরনিগমে এক অনুষ্ঠানের মাধ্যমে বীরেন অধিকারীকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পুর কমিশনার রাজু মিশ্র, বিভিন্ন মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান, কাউন্সিলর এবং পুরনিগমের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র, চেয়ারম্যান, ডেপুটি মেয়র, কমিশনার সহ সকলেই সর্বসম্মতভাবে স্বীকার করেছেন যে বীরেন অধিকারীর মতো একজন দক্ষ এবং সময়নিষ্ঠ আধিকারিক খুঁজে পাওয়া খুবই কঠিন। তারা বলেন যে বীরেন্দ্র অধিকারী তাঁর চাকরি জীবনে যে সাফল্য অর্জন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। আসানসোল পুরনিগমের সুপারিন্টেন্ডেন্ট হিসেবে নিযুক্ত যে কারও পক্ষে বীরেন অধিকারীর স্তরে পৌঁছানো খুব কঠিন হবে। বিধান উপাধ্যায়, চেয়ারম্যান, ডেপুটি মেয়র , পুর কমিশনার সহ সকলেই বীরেন অধিকারীকে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

তিনি যদিও এদিন চাকরি থেকে অবসর নিচ্ছেন, তবুও ভবিষ্যতে যখনই আসানসোল পুরনিগমের প্রয়োজন হবে, তখন তাকে ডেকে সাহায্য নেওয়া হবে। তারা আরও বলেন যে ভবিষ্যতে যদি বীরেন অধিকারীর কোনও সাহায্যের প্রয়োজন হয় তবে আসানসোল পুরনিগমের সবাই তার পাশে দাঁড়াবে। বীরেন অধিকারী নিজেও, চাকরি শেষ দিনে এমন সম্মান পেয়ে আপ্লুত। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

One thought on “চাকরি থেকে অবসর নিলেন আসানসোল পুরনিগমের অফিস সুপারিন্টেন্ডেন্ট, সম্বর্ধনা অনুষ্ঠান

  • Anirban Basu Mallick

    Birenbabu r abasar jiban khuub bhalo katuk. Swastho bhalo thakuk onar.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *