আসানসোলে তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ আসানসোলের জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কার্যালয়ে মঙ্গলবার বাংলার রুপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষে এক অনুষ্ঠানে ডাঃ বিধান চন্দ্র রায়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়, রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও ডঃ প্রদীপ মজুমদার, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা চেয়ারম্যান তথা বিধায়ক হরেরাম সিং, বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, কাউন্সিলর অশোক রুদ্র, আলপনা বন্দোপাধ্যায় সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা ও নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন।



এই অনুষ্ঠানে নরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, এইদিনে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালিত হয়। তার প্রতি সম্মান জানাতে এদিনটা ডক্টরস ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এটা মনে রাখতে হবে, একমাত্র মহাপুরুষদের জন্ম ও মৃত্যু একই দিনে হয়। ডাঃ বিধান চন্দ্র রায় অবশ্যই একজন মহান ব্যক্তি ছিলেন।
অন্যদিকে, এদিন জেলা কার্যালয়ের তৃতীয় তলার ফিতে কেটে উদ্বোধন করেন দুই মন্ত্রী, জেলা সভাপতি সহ অন্যান্যরা।
এছাড়াও, এদিন আগামী ২১ শে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিকে সামনে রেখে জেলা কমিটির প্রস্তুতি সভা হয় তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে।