ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বেহাল রাস্তা সারায়ের দাবিতে জামুরিয়া চুরুলিয়ায় রাস্তা অবরোধ করলো স্থানীয় গ্রামবাসীরা। নজরুল ইসলামের জন্মভিটে চুরুলিয়ার বাসিন্দাদের অভিযোগ আসানসোল থেকে জামুড়িয়ার চুরুলিয়া আগামী এই রাস্তায় একেবারে বেহাল দশা, তার উপর এই রাস্তা দিয়ে প্রতিদিন বালির ওভারলোডিং গাড়ি যাতায়াত করছে বলে গ্রামবাসীদের অভিযোগ। কয়েকদিনের টানা বর্ষায় এই রাজ্য সড়ক যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধে নামে চুরুলিয়া গ্রামের মানুষ।




বেশ কিছুটা যানজটের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে অবরোধকারীদের সরাতে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ “নিয়ম না মেনে ওভারলোডিং বালির গাড়ি যাওয়ার ফলেই রাস্তার এই বেহাল দশা। জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে ঘিরে ধরেও দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে গ্রামবাসীদের সাথে। অবশেষে এক সপ্তার মধ্যে রাস্তার কাজ শুরু করার আশ্বাসে অবরোধ তুলে নাই গ্রামবাসীরা।