আসানসোলের অগ্নিকাণ্ড : তদন্তে ফরেনসিক দল, নমুনা সংগ্রহ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের ফতেপুরের বৈশালী পার্কে গত শনিবার রাতে হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরেনসিক দল। এই ঘটনার ইতিমধ্যেই তদন্ত করছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ । এই ঘটনায় বাড়িতে থাকা একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। বাড়ির এক মহিলা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।আগুনের কারণ কি, তা খুঁজতেই বুধবার ঐ বাড়িতে আসে ফরেনসিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। এরপর সবকিছু পরীক্ষা করে দেখা হবে।




প্রসঙ্গতঃ, গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছিল বৈশালী পার্কের স্বাগতম রেসিডেন্সির একটি দ্বোতলা বাড়িতে। স্থানীয় বাসিন্দারা সেদিন রাত সাড়ে এগারোটা নাগাদ ঐ বাড়ি থেকে হঠাৎই ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পান। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এলাকায় পৌঁছান। আগুন নেভানোর পরে ঐ বাড়ির একটি ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় মালিক ঝাড়খণ্ডের বাসিন্দা বাবলু সিং (৪৮), তার স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায় ( ৪০), শ্বশুর বীরেন্দ্রনাথ চন্দ্র (৬৫) ও শাশুড়ি গায়েত্রী চন্দ্রকে (৫৮)। আসানসোল জেলা হাসপাতালে বাবলু, বীরেন্দ্রনাথ ও গায়েত্রীকে পরীক্ষা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অগ্নিদগ্ধ বাবলু সিংয়ের স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায়কে গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানে তার চিকিৎসা চলছে। এদিন সকালে ফরেনসিক দল আসানসোল দক্ষিণ থানার পুলিশের উপস্থিতিতে বাড়ির পোড়া জিনিস , বৈদ্যুতিক সরঞ্জাম এবং অন্যান্য জিনিসের নমুনা সংগ্রহ করেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছেন। যা পরীক্ষা করে আগুনের কারণ বার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঘটনার পরে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিলো, আগুন শর্ট সার্কিট লেগে থাকতে পারে। তবে, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়া গেল জানা যাবে ঠিক কি কারণে ঐ বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন , সব দিক খতিয়ে দেখা হচ্ছে । ফরেনসিক দলের সঙ্গে কথা বলে ও তাদের পরামর্শ নিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে । আশা করা হচ্ছে, দ্রুত আগুনের কারণ পরিষ্কার হয়ে যাবে।