আসানসোলে স্মার্ট মিটার বসানোর বিরোধিতা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডের কাছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আসানসোল অফিসে মঙ্গলবার স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বামপন্থী সংগঠনগুলি। এই বিক্ষোভে বামপন্থী নেতারা, পশ্চিমবঙ্গ সরকারের স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। তারা বলেন, স্মার্ট মিটার বসলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। দরিদ্র মানুষকে বিদ্যুৎ বিলের বিশাল বোঝা বহন করতে হবে।



তারা আরো বলেন, পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল অনেক বেশি। খুব বেশি বিদ্যুৎ খরচ না করেও অনেক বেশি বিল আসে। এর পাশাপাশি, বিদ্যুৎ বিভাগের ঠিকাদার এবং নেতাদের যোগসাজশেরও বিরোধিতা করেন তারা। তারা বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার পুঁজিপতিদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে এবং এর জন্য স্মার্ট মিটারের মতো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। যা কখনই সহ্য করা হবে না। এদিনের বিক্ষোভে ২ নম্বর এলাকা কমিটির সম্পাদক তাপস মুখোপাধ্যায়, অরুণ পান্ডে, সত্য চট্টোপাধ্যায়, মৈত্রেয়ী দাস উপস্থিত ছিলেন।