দুর্গাপুরের টোলপ্লাজায় উত্তেজনা, গরু ভর্তি কন্টেনার আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের বাঁশকোপা টোলপ্লাজায় গরু ভর্তি কন্টেনার আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে টোলপ্লাজায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৪০ টির গরু ছিল ঐ কন্টেনারের মধ্যে বলে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি দাবি করেন। দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা টোলপ্লাজায় কন্টেনারে করে গরু নিয়ে যাওয়ার পথে কন্টেনারটি আটকায় বিজেপির কর্মী ও সমর্থকেরা। বিজেপি নেতা দাবি করেন, ঐ কন্টেনারের চালক প্রথমে বলেছিলো, এতে বালি আছে। আমি বলি তার কাগজ দেখাতে। তখন সে আমাকে ২০ হাজার টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিতে বলে। তার আরো দাবি, এই কন্টেনারের সঙ্গে আরো তিনটি ছিলো। সেগুলো সুযোগ বুঝে পালিয়ে যায়।




জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে হুগলির পান্ডুয়ার দিকে যাওয়ার পথে টোলপ্লাজায় ঐ কন্টেনারটিকে আটকায় বিজেপির কর্মী ও সমর্থকরা। কাঁকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গরু ভর্তি কন্টেনারটি আটক করে নিয়ে যায়। গরুগুলি কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ও এরজন্য কোন বৈধ কোন নথি রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে।