DURGAPUR

ছাগল চুরির অভিযোগে গ্রেপ্তার এক

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : ধৃতকে হেফাজতে নিয়ে চুরির ছাগল উদ্ধার করল উখরা ফাঁড়ির পুলিশ । ঘটনা সূত্রে জানা গেছে কয়েকদিন আগে উখরা পঞ্চায়েতের বাঁকোলা ৪ নম্বর এলাকার বাসিন্দা নাসরিন খাতুনের কয়েকটি ছাগল চুরি হয় । উখরা ফাঁড়িতে তিনি অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ । চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার কাঁকসা থানার মলানদিঘি এলাকা থেকে কোলকাতার বাসিন্দা গোলাম মোহাম্মদ নামে একজনকে গ্রেপ্তার করা হয় ।

বুধবার তাকে পেশ করা হয় আদালতে । বিচারক তাকে একদিনের পুলিশি হেফাজতের আদেশ দেন । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চুরি যাওয়া ছাগল উদ্ধার করে । বৃহস্পতিবার তাকে ফের আদালতের পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *