ফেসবুকের দল বিজেপি, শুভেন্দুকে ক্ষ্যাপা ষাঁড় বললেন তৃণমূল বিধায়ক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, লাউদোহা : মানুষের সাথে কোন যোগাযোগ নেই বিজেপির, ওটা হল ফেসবুকের দল । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ ক্ষ্যাপা ষাঁড়ের মতো বলে কটাক্ষ বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।২১-শে জুলাই শহীদ দিবস কর্মসূচির সমর্থনে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলাতে মিছিল ও জনসভা করল তৃণমূল কংগ্রেস । স্থানীয় তৃণমূল বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় বনগ্রাম হাটতলায় । সেখানে হয় জনসভা । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা শাসকদলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ।




কয়েকদিন আগে গোগলাতে পথসভা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি । ঐদিন তিনি বিধায়ক নরেন বাবুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে । এদিন তার জবাবে নরেন বাবু বলেন ২০২১ সালে জিতেন তেওয়ারি ভোটে পরাজয়ের পর চার বছর তিনি এই এলাকায় আসেননি । আগামী ভোটে প্রার্থী হওয়ার আশায় উনি এলাকায় এসে কুৎসা করছেন । আমরা কুৎসাতে বিশ্বাসী নই উন্নয়নে বিশ্বাসী । দ্বিতীয়বার ওনাকে হারিয়ে এলাকার মানুষ জবাব দেবেন বলে জানান নরেন বাবু । পাশাপাশি তিনি বলেন বিজেপি দলটা ফেসবুক টুইটারের দল । মানুষের মুখোমুখি না হয়ে বিজেপি নেতারা শুধু ফেসবুক টুইটারে অভিযোগ আর কুৎসা করে । এরা মানুষ থেকে বিচ্ছিন্ন ।
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে ছোট ভাই বলার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্ষ্যাপা ষাঁড় বলে কটাক্ষ করেন তিনি । বলেন বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ ক্ষ্যাপা ষাঁড়ের মত । দেখলে মনে হয় সামনে তিনি যাকে পাবে তাকে গুঁতিয়ে দেবে । গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন এদিনের সভাতে এলাকার ৪০ টি বিজেপি সমর্থক পরিবারের ৩০০ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । পাশাপাশি তিনি বলেন আগামী ২১-শে জুলাই এলাকা থেকে ১০০০ কর্মী সমর্থক ধর্মতলার সভাতে যোগ দেবে ।