রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারে ডাঃ বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধাজ্ঞাপন, তিন চিকিৎসককে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের সাপ্তাহিক সভায় বুধবার সদস্যদের উপস্থিতিতে বাংলার রুপকার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে ডক্টরস্ ডে বা চিকিৎসক দিবস পালন করা হয়।
এই উপলক্ষে এদিন শহরের ৩ জন বিশিষ্ট চিকিৎসককে উত্তরীয়, ফুলের তোড়া এবং স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে।




সম্মানিত চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ দিলীপ দাস বিশ্বাস, ডাঃ সত্রাজিৎ রায় এবং ডাঃ আশীষ চট্টোপাধ্যায়।
এর পাশাপাশি আসানসোল বিসি কলেজের অধ্যক্ষ ডঃ ফাল্গুনী মুখোপাধ্যায়কেও উত্তরীয়, ফুলের তোড়া এবং স্মারক দিয়ে সম্মান জানানো হয় ।
তিন চিকিৎসক তাদের বক্তব্যে নিজেদের অভিজ্ঞতা এবং ডাঃ বিধান চন্দ্র রায় সম্পর্কে আলোকপাত করেন ।
সভাটি সভাপতি রোটারিয়ান শচীন্দ্র নাথ রায়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন রোটারিয়ান দীপক রুদ্র, ক্লাবের সম্পাদক রোটারিয়ান বিআর দাশগুপ্ত, ক্লাবের কোষাধ্যক্ষ রোটারিয়ান জয়ন্তী চৌধুরী, এডিটর রোটারিয়ান সমীর কুমার চৌধুরী, সার্জেন্ট-এট-আর্মস রোটারিয়ান তপতী দাস গুপ্ত, রোটারিয়ান গৌতম চৌধুরী, সুশান্ত ঘোষ, গৌতম চৌধুরী, মিলিতা বিশ্বাস, সোমনাথ গড়াই, মৃত্যুঞ্জয় সিং, প্রবীর পাল, অলোকেশ সেন, অ্যান চিত্রা রুদ্র ও অ্যান রুবি পাল।