বকেয়া ডিএ-র দাবিতে আসানসোল আদালত চত্বরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলো যে রাজ্য সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫% দিতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশ দেওয়া পরেও রাজ্য সরকার তা দেয়নি। নির্দিষ্ট সময়ের পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন করে আপিল করেছে। এর বিরুদ্ধে শুক্রবার আসানসোল আদালতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ দেখান।




তারা বলেন, আদালত যখন নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ” র ২৫ শতাংশ বেশি দিতে হবে। কেন এখনও পর্যন্ত তা করা হয়নি? রাজ্য সরকারের এই পদক্ষেপ আদালতের নির্দেশ লঙ্ঘন এবং সরকারি কর্মচারীদের প্রতি অবিচার করা হচ্ছে।