DURGAPUR

দুর্গাপুরে ওয়েষ্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভস্ ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস্ ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা কমিটির ১৭তম জেলা সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হল দুর্গাপুরের সৃজনী হলে । এই সম্মেলনের মাধ্যমে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হয়। ইউনিয়নের রাজ্য সম্পাদক সহ পশ্চিম বর্ধমান জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৯ জুলাই ধর্মঘটের সমর্থন করা হয়েছে ওয়েষ্ট বেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভসের তরফে।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সুজিত মিশ্র বলেন, ওষুধের ওপর জিএসটি বসিয়ে দাম বাড়ানো হচ্ছে। সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ। চিকিৎসা করাতে গিয়ে পথে বসতে হচ্ছে অনেককেই। আমরা তারই প্রতিবাদ করছি। আগামী ৯ জুলাই ধর্মঘটের দিনেও প্রতিবাদ করা হবে। ওষুধের মূল্য বৃদ্ধি কমানোর জন্য জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। সেই স্মারক লিপি দেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ারও আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *