আসানসোলে শুরু তিন দিনের বাংলা মোদের গর্ব মেলা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধান সভার শীতলা ময়দানে শুক্রবার তিন দিনের বাংলা মোদের গর্ব মেলা শুরু হলো। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর অনিমেষ দাস সহ বিশিষ্ট অতিথিরা।




জেলাশাসক বলেন, আগামী তিন দিন এখানে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার, স্বয়ম্ভর গোষ্ঠীর তৈরী বিভিন্ন ধরনের গয়না ও ঘর সাজানোর জিনিস বিক্রির পাশাপাশি কলকাতা ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।