আসানসোল আদালতে সাজা ঘোষণা, বধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হলো। শুক্রবার আসানসোলের আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের (দ্বিতীয়) বিচারক মহুয়া বসু রায় এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর হওয়া এই মামলায় জয়ন্ত ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।




পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আসানসোলের বারাবনি এলাকার বাসিন্দা জয়ন্ত ঘোষ ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর তার স্ত্রী পৃথা ঘোষের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। সেই আগুনে পৃথাদেবী পুড়ে যান। তাকে পরে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ডাক্তারকে জবানবন্দিতে বলেন যে তার স্বামী পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে দিয়েছেন। আসানসোল আদালতে চলা এই মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব সাক্ষ্য গ্রহণ ও তথা প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আসানসোল আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের ( দ্বিতীয়) বিচারক মহুয়া বসু রায় জয়ন্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়।