গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে একটি বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। শুক্রবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোল জেলা হাসপাতাল চত্বরে। হিরাপুর থানার বার্নপুরের কালাঝড়িয়ার বাসিন্দা মৃত কর্মীর নাম স্বপন কুমার দাস (৪২)। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কর্মীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।




পুলিশ সূত্রে জানা গেছে, অন্যদিনের মতো শুক্রবার রাতে স্বপন কুমার দাস নামে বেসরকারি গ্যাস উত্তোলনকারী কোম্পানির এক কর্মী কারখানার ভেতরে পাইপ লাইন বসানোর কাজ করছিলেন। রাত নটা নাগাদ ভারী পাইপ হঠাৎ করেই স্বপন বাউরির উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে আসানসোেল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন স্বপন বাউরীকে।
হাসপাতালের তরফে বলা হয়, পাইপ পড়ায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে জেলা হাসপাতালে আসেন ঐ বেসরকারি কোম্পানির আধিকারিকরা। এরপর মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও একজনের চাকরির দাবিতে জেলা হাসপাতালে বিক্ষোভ দেখানো শুরু করেন পরিবারের সদস্য ও পরিজনেরা। জেলা হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে বেসরকারি কোম্পানির আধিকারিকরা ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন। সেই চেক তুলে দেওয়া হয়, মৃত স্বপন বাউরির পরিবারের হাতে।পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।