DURGAPUR

দুর্গাপুরে মার্কোনি দক্ষিণপল্লীর দূর্গা পূজার ও বেঙ্গল অম্বুজার দুর্গাপুজো ” উর্বশী ” র খুঁটিপুজো

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের বেঙ্গল অম্বুজার ” ঊর্বশী ” র ২২ তম বর্ষের খুঁটিপুজো হল শনিবার। এবছরে দুর্গাপূজোয় দুর্গাপুরে থেকেই এক টুকরো পাঞ্জাব দর্শন করতে পারবেন ইস্পাত নগরীর মানুষেরা । প্রসঙ্গতঃ, গত বছর উর্বশীতে এক টুকরো রাজস্থান দর্শন করেছিলেন দুর্গাপুরবাসীরা। বিশিষ্ট শিল্পপতি এল উর্বশী দুর্গাপুজো কমিটির সভাপতি সন্দীপ দে বলেন, এই বছরে এই পুজো ২২ তম বর্ষের পদার্পণ করল। এ বছরের পুজোর থিম এক টুকরো পাঞ্জাব। পূজোর বাজেট ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা।
এদিনের খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উজ্জল মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

অনুষ্ঠিত হলো দুর্গাপুর মার্কোনি দক্ষিণপল্লীর দূর্গা পূজার খুঁটি পুজো

উল্টো রথের পূণ্য লগ্নে জগন্নাথ দেব যখন মাসির বাড়ি ছেড়ে ধরাধামে নিজের বাড়িতে যাবার সাথে সাথে সূচনা হলো দুর্গাপুরের সুপরিচিত চণ্ডীদাসের বাজারের মার্কনি দক্ষিণ পল্লীর ৬৫ তম বর্ষের দুর্গাপুজোর খুটিপুজো । এই বছরের তাঁদের পুজোর থিম পৃথিবী বিখ্যাত থাইল্যান্ডের
মিউজিয়াম যেটি আর্ট কালচার রিলিজিয়াস ইত্যাদি সমস্ত উপকনের সমৃদ্ধ। পূজোর বাজেট ৩০ লক্ষ টাকা। পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ দা বলেন , এবছর তাঁদের ৬৫ তম বর্ষে পদার্পণ করলো। তাঁদের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা , তাঁদের পুজোর থিম পৃথিবী বিখ্যাত থাইল্যান্ডের মিউজিয়াম , যা আর্ট কালচার রিলিজিয়াস ইত্যাদি উপকরণে সমৃদ্ধ পাশাপাশি প্যান্ডেলটি মেদিনীপুর জেলার সুদক্ষ কারিগরের হাতে পুর্নতা পাবে।

তিনি আরও জানান, নিরাপত্তার দিকেও বিশেষ ভাবে নজর দেওয়া হবে।
পূজোর চার দিন দর্শনার্থীদের সুবিদার্থে ৬ টি অস্থায়ী শৌচাগার করা হবে।
এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দোপাধ্যায়,বিশিষ্ট উদ্যগপতি সন্দীপ দে, প্রাক্তন বোরো চেয়ারম্যান রামপ্রসাদ হালদার সহ মার্কনি দক্ষিণ পল্লী পুজো কমিটির সকল সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *