দুই সিভিক ভলেন্টিয়ারদের সহযোগীতায় হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলো মা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেল তার মা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি বাজার এলাকায় সোমবার দুপুরে। জানা গেছে, এদিন সকাল থেকেই নিখোঁজ ছিলো বছর চারেকের এই বাচ্চা । সকাল থেকেই পরিবারের সদস্যদের পাশাপাশি তার খোঁজাখুঁজি শুরু করেন বাচ্চার। কিন্তু তারা কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না। এদিকে দুর্গাপুর ট্রাফিক গার্ডের দুই সিভিক ভলেন্টিয়ার রোহিত মন্ডল ও গৌরাঙ্গ বিশ্বাস ভিড়িঙ্গি রোডে ডিউটি করছিলেন।




সেই সময় বেনাচিতি বাজারে একটি মেডিকেল দোকানের সামনে থেকে ঐ বাচ্চা দেখতে পান এক টোটো চালক। তিনি বাচ্চাটিকে ঐ দুই সিভিক ভলেন্টিয়ারের হাতে তুলে দেন। সিভিক ভলেন্টিয়াররা সঙ্গে সঙ্গে এজোন পুলিশ ফাঁড়িতে জানান। তাকে সেখানে নিয়ে আসা হয়। এদিকে বাচ্চার মা খবর পেয়ে ফাঁড়িতে আসেন। পুলিশের সহযোগিতায় তার মায়ের হাতে তুলে দেওয়া হয় বাচ্চাটিকে । ভিরিঙ্গির চাষীপাড়ায় বাচ্চাটির বাড়ি বলে জানা গেছে। বাচ্চাটিকে ফিরে পেয়ে তার মা ও পরিবারের সদস্যরা খুশি।