আসানসোল ও বার্নপুরের সবজি বাজারে আচমকা হানা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের
বেঙ্গল মিরর, আসানসোল ও বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ বর্ষাকালে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম উর্ধমূখী থাকে। ফলে পকেটে টান পড়ে মধ্যবিত্তদের। এই বছরের তার ব্যতিক্রম হয়নি। গত কয়েক দিন ধরে শাকসবজির দাম বেশ ভালোই বেড়েছে। স্বাভাবিক ভাবেই চিন্তা বেড়েছে সাধারণ মানুষদের। তাই সাধারণ মানুষদের অসুবিধার কথা চিন্তা করে রাজ্য সরকারের খাদ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যৌথভাবে মঙ্গলবার আসানসোল ও বার্নপুরের পাইকারি ও খুচরা সবজির বাজারে হানা দেন। আধিকারিকরা ব্যবসায়ীদের সতর্ক করে দেন।




এ্যাগ্রিকালচার দপ্তরের এ্যাসিসটেন্ট ডাইরেক্টর দিলীপ মন্ডল বলেন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের নির্দেশে আমরা এদিন যৌথভাবে আসানসোল ও বার্নপুরের পাইকারি ও খুচরো সবজির বাজারে অভিযান চালাই। বেগুন ও করলার দাম কিছুটা বেশী রয়েছে। তাছাড়া গত বছরের তুলনায় সবজির দাম বাড়েনি। তবে কিছু সবজি পাইকারি ও খুচরা সবজির বাজারে দামে পার্থক্য আছে। সবাইকে সতর্ক করা হয়েছে।
জানা গেছে, আসানসোলের থেকে বার্নপুরের বাজারে সবজির দাম তুলনামূলক ভাবে কিছুটা কম দেখা গেছে। আসানসোল বাজারে ব্যাবসায়ীদের সতর্ক করার পাশাপাশি আগামী সপ্তাহে আবারও অভিযান চালানো হবে বলে জানা গেছে।