PANDESWAR-ANDAL

চুরির পর্দা ফাঁস, গ্রেপ্তার ২, উদ্ধার অলংকার

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : ফাঁকা ঘরে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই দুষ্কৃতি । জেরা করে উদ্ধার হলো অলংকার । অন্ডাল থানায় সাংবাদিক সম্মেলন করে জানালেন ডিসিপি (ইস্ট) । সম্প্রতি চুরির ঘটনাটি ঘটেছিল উখড়া গ্রামের এক ব্যবসায়ির ঘরে ।গত ২৬ শে জুন অন্ডাল থানার উখড়া গ্রামের শনি মন্দির সংলগ্ন ব্রিজ প্রসাদ বর্ণওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটে । নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনার সময় ঘরে অনুপস্থিত ছিলেন ওই ব্যবসায়ী ও তার পরিবার । সপরিবারে তারা কয়েক দিনের জন্য বাইরে গিয়েছিলেন । বাড়ি ফিরে চুরির ঘটনাটি নজরে আসে ।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে উখড়া ফাঁড়ির পুলিশ । ৪-ই জুলাই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে শেখ আব্দুল মালিক ও মোহাম্মদ জামাল নামে দু’জন । ধৃত দুজনের মধ্যে একজনের বাড়ি উখরা গ্রামের শংকরপুর ও অপরজন রানীগঞ্জের বাসিন্দা বলে জানা যায় । কোর্টে পেশ করার পর দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া অলংকারের একাংশ উদ্ধার হয়েছে বলে মঙ্গলবার অন্ডাল থানাতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (ইস্ট) অভিষেক গুপ্তা । তিনি জানান তদন্তে জানা গেছে দুষ্কৃতীরা চুরি করার আগে ওই এলাকায় বেশ কয়েকবার রেকি করেছিল । ঘটনায় ধৃত দু’জন ছাড়া আরও কেউ জড়িত ছিল কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *