দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : ট্রেলারের সাথে সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর । মৃত ব্যক্তির নাম সৌরভ ঘোষ (৪৬) । মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোরা ওড়ালপুলের কাছে ।




খবর সূত্রে জানা যায় এদিন সকালে দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে বাইক নিয়ে যাচ্ছিলেন সৌরভবাবু । কাজোরা উড়ালপুলের কাছে একটি ট্রেলারের সাথে সৌরভবাবুর বাইকের সংঘর্ষ হয় । দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়েন সৌরভবাবু । আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ সূত্রে জানা যায় মৃত সৌরভ ঘোষের বাড়ি কাঁকসা থানার আড়া মোর সংলগ্ন শীষ ভ্যালিতে ।